About Me

আমার নিজের সম্পর্কে কিছু কথা:-

 প্রথমেই বলে রাখি আমি প্রচুর অভিমানি একটা ছেলে।
আর আমি খুব সাধারণ এবং অন্যরকম একটা মানুষ !!
আমার একটা খারাপ দিক হচ্ছে আমি সবসময় চুপচাপ থাকি,
কারো সাথে নিজে থেকে কথা বলতে পারিনা...
কারণ যদি সেই মানুষটা কিছু মনে করে,
যদি সে বিরক্ত হয় তাই মন চাইলেও কারো সাথে নিজ থেকে কথা বলতে পারিনা।
কেউ কথা বললে তারপর কথা বলি।
আবার যদি কখনো কারো সাথে একটু সময় কাটানোর জন্য মন চায় তারপর ও কাউকে বলতে পারিনা কারণ যদি সে বিরক্ত হয়।তবে যে কেউ ডাকলে কিন্তু আমি তাদের ডাকে সারা না দিয়ে একদম থাকতে পারিনা।
আমি নিজে জয়ী হবার চেয়ে অন্যকে জয়ী দেখতে ভালবাসি।
সবাই বলে আমি ভাব ধরি...
কিন্তু এটা কেউ বোঝেনা আমি চুপ থাকি কেন..???
এর কারণটা সৃষ্টিকর্তা ব্যাতিত আর কেউ জানে না, এমনকি আমিও জানিনা...
বাস্তব লাইফে যেমন চুপ থাকি, তেমনি ফেসবুকে ও চুপ থাকি,
সবসময় অফলাইনেই থাকি, কিন্তু যখন খুব মন খারাপ থাকে,
তখনি অন লাইনে আসি,গান শুনি,ছোট-ছোট বাঁচ্চাদের সাথে কথা বলি,দুষ্টামি করি...!!
সবার থেকে না হয় একটু ভিন্নই থাকলাম।
-------------

ভালবাসি:-

১:- বৃষ্টিতে ভিজতে,
২:- শিশির ভেজা সকালে খালিপায়ে হাটতে..
      এখন বড় হয়ে গেছি,তেমন সুযোগ ও হয়না..(তবে সুযোগ পেলে সেটা মিস করিনা..)
৩:-প্রিয় রঙ:- সবুজ!!! কালো!!
৪:- প্রিয় মানুষ:- আমার গর্ভধারিণী,আমার জান্নাত,আমার মা।
৫:- প্রিয় খাবার:- মাছ,ভাত,আলু ভর্তা,ডাল (তবে বাইরের খাবার খুব কম খাই।)
৬:- প্রিয় মুহূর্ত:- কষ্টের মুহূর্ত:- অনেক!
                 জীবনটাই আমার অন্যরকম,কষ্ট পেতে খুব ভাল লাগে,আমার কষ্টগুলি কাউকে বুঝতে দেইনা..
৭:- প্রিয় শব্দ:- "হুম্ম"..(এই প্রায় প্রত্যেকটা কথায় বলি..সবাই বিরক্ত হয়ে যায়..ভাবে আমি কিছুই বলতে পারিনা এটা ছারা..
আসলে হয়ত পারিনা!!)
৮:- স্বপ্ন:- আমি স্বপ্ন বাদী মানুষ। আমার স্বপ্নের পরিধি অনেক। স্বপ্ন দেখতে আমার খুব ভাল লাগে। আমার স্বপ্ন গুলো সত্যি হবে কিনা ঠিক জানি না। তবে আপ্রাণ চেষ্টা করবো বাস্তবে রুপ দেওআর জন্য।
৯:- ইচ্ছা:- পারফেক্ট মানুষ হওয়া..(যেহেতু আমি মুসলিম,সুতরাং আমাকে অবশ্যই ভাল হতে হবে,ভাল কাজ করতে হবে,কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে পারফেক্ট বলে,এটা হচ্ছে অহংকার,কারণ একমাত্র পারফেক্ট মানুষ হচ্ছেন আমাদের নবী (স: )তাই তার সুন্নত কে ধরে রাখার চেষ্টা করতে হবে।)!!
_________________________

... ... ...
সময় বড় অদ্ভুত...!!
খুব সুন্দর করে মানুষকে অদ্ভুত বানিয়ে দেয়...
"আনরুমান্টিক" বানিয়ে দেয়...
"খেত" বানিয়ে দেয়...
"অমানুষ" বানিয়ে দেয়!!
কিংবা মানুষ সেচ্ছায়ই এরকম অদ্ভুত হয়ে যায়...
ওরকম অদ্ভুত সেজে মুচকি হাসি দিয়ে সব উড়িয়ে দেয়াটাই সহজ...
দাঁতে দাঁত চেপে,টুট কামড়ে কিংবা দুই হাত দিয়ে শক্ত করে মুখ চেপে কান্না আটকানোটাই বরং ভীষণ কঠিন...!!!"
Sohel Arman

No comments:

Post a Comment