Showing posts with label Slider. Show all posts
Showing posts with label Slider. Show all posts

Wednesday, May 8, 2019

Samsung Galaxy J6+ (2018) Price in Malaysia, Specs & Reviews

Samsung Galaxy J6+ (2018) Price in Malaysia, Specs & Reviews
  • Processor
    • CPU Speed1.4GHz
    • CPU TypeQuad-Core
  • Display
    • Size (Main Display)152.6mm (6.0")
    • Resolution (Main Display)1480 x 720 (HD+)
    • Technology (Main Display)TFT
    • Colour Depth (Main Display)16M
  • Camera
    • Rear Camera - Resolution13.0 MP + 5.0 MP
    • Rear Camera - F NumberF1.9 , F2.2
    • Rear Camera - Auto FocusYes
    • Rear Camera - OISNo
    • Front Camera - Resolution8.0 MP
    • Front Camera - F NumberF1.9
    • Front Camera - Auto FocusNo
    • Front Camera - OISNo
    • Rear Camera - FlashYes
    • Front Camera - FlashYes
    • Video Recording ResolutionFHD (1920 x 1080)@30fps
  • Memory
    • RAM Size (GB)4
    • ROM Size (GB)64
    • Available Memory* (GB)51.1
    • External Memory SupportMicroSD (Up to 512GB)
  • Network/Bearer
    • Number of SIMDual-SIM
    • SIM sizeNano-SIM (4FF)
    • SIM Slot TypeSIM 1 + SIM 2 + MicroSD
    • Infra2G GSM, 3G WCDMA, 4G LTE FDD, 4G LTE TDD
    • 2G GSMGSM850, GSM900, DCS1800, PCS1900
    • 3G UMTSB1(2100), B2(1900), B5(850), B8(900)
    • 4G FDD LTEB1(2100), B3(1800), B5(850), B7(2600), B8(900), B20(800)
    • 4G TDD LTEB38(2600), B40(2300), B41(2500)
  • Connectivity
    • USB InterfaceMicro USB
    • USB VersionUSB 2.0
    • Location TechnologyGPS, Glonass, Beidou
    • Earjack3.5mm Stereo
    • MHLNo
    • Wi-Fi802.11 b/g/n 2.4GHz
    • Wi-Fi DirectYes
    • Bluetooth VersionBluetooth v4.2
    • NFCNo
    • PC Sync.Smart Switch (PC version)
  • OSAndroid
  • General Information
    • Form FactorTouchscreen Bar
  • SensorsAccelerometer, Fingerprint Sensor, Gyro Sensor, Geomagnetic Sensor, Light Sensor, Proximity Sensor
  • Physical specification
    • Dimension (HxWxD, mm)161.4 x 76.9 x 7.9
    • Weight (g)178
  • Battery
    • Internet Usage Time(3G) (Hours)Up to 13
    • Internet Usage Time(LTE) (Hours)Up to 16
    • Internet Usage Time(Wi-Fi) (Hours)Up to 16
    • Video Playback Time (Hours)Up to 15
    • Standard Battery Capacity (mAh)3300
    • RemovableNo
    • Audio Playback Time (Hours)Up to 91
    • Talk Time (3G WCDMA) (Hours)Up to 23
  • Audio and Video
    • Video Playing FormatMP4, M4V, 3GP, 3G2, WMV, ASF, AVI, FLV, MKV, WEBM
    • Video Playing ResolutionFHD (1920 x 1080)@30fps
    • Audio Playing FormatMP3, M4A, 3GA, AAC, OGG, OGA, WAV, WMA, AMR, AWB, FLAC, MID, MIDI, XMF, MXMF, IMY, RTTTL, RTX, OTA
  • Services and Applications
    • Gear SupportGear Circle (Manager Support), Gear Fit, Gear Fit2, Gear Fit2 Pro, Gear Sport, Gear1, Gear2, Gear2 Neo, Gear S, Gear S2, Gear S3, Gear IconX, Gear IconX (2018), Galaxy Watch
    • S-VoiceNo
    • Mobile TVNo

Tuesday, October 30, 2018

এটা কোন বিদেশী শহরের দৃশ্য নয়

এটা কোন বিদেশী শহরের দৃশ্য নয়, এটা বাংলাদেশের বিভাগীয় শহর চট্টগ্রামের রাতের দৃশ্য।
বঙ্গকন্যা শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।।

Monday, October 29, 2018

Amazing Dance Performance

Please Watch .Amazing Dance Performance


Bojhena She Bojhena

Please click to the title for watching this song n don't forget to subscribe my channel

↧↧↧↧↧↧↧↧↧↧↧↧↧↧↧↧

 

Bojhena She Bojhena

বড় ইচ্ছে করছে ডাকতে, তার
গন্ধে মেখে থাকতে,
কেন
সন্ধ্যে সন্ধ্যে নামলে সে পালায়,
তাকে আটকে রাখার চেষ্টা,
আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা,
আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা
পায় স্বপ্ন স্বপ্ন লগ্নে, তার অন্য অন্য
ডাকনাম,
তাকে নিত্যনতুন যত্নে কে সাজায়,
সব স্বপ্ন সত্যি হয় কার, তবু
দেখতে দেখতে কাটছি
আর হাঁটছি যেদিকে আমার দু-চোখ যায়
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা
আজ সব সত্যি মিথ্যে,দিন
বলছে যেতে যেতে,
মন গুমরে গুমরে মরছে কি উপায়,
জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন
মানতে চায় না,
কেন এমন রাত্রি নামছে জানলায়
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা
এটা গল্প হলেও পারতো,
পাতা একটা আধটা পড়তো,
খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে,
জানি আবার আসবে কালকে,
নিয়ে পালকি পালকি ভাবনা,
ফের চলে যাবে করে একলা আমাকে
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা
বোঝেনা সে বোঝেনা,
বোঝেনা সে বোঝেনা
বোঝেনা বোঝেনা বোঝেনা…

Thursday, May 10, 2018

শ্বাসরুদ্ধকর ১৬২ সেকেন্ড!

১০ মে বিকালে (ফ্লোরিডা সময় ৪টা ১২ মিনিট, বাংলাদেশ সময় রাত ২টা ১২ মিনিটে) ফ্যালকন ৯-এর নয়টা মার্লিন ইঞ্জিন ১৬২ সেকেন্ড ধরে পুড়ে ১৮ লাখ পাউন্ড থ্রাস্ট তৈরি করে মহাকাশে নিয়ে যাবে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। এই খবরটা একেকজন একেক রকমভাবে দেখবেন।
যারা সবকিছু রাজনীতির চশমা দিয়ে দেখেন তারা কেউ কেউ অতিরঞ্জিত করে ফেলবেন দুভাবেই। কেউ একে মহাকাশ বিজয় বলবেন, আবার কেউ বলবেন এটা টাকা ওড়ানোর বা বানানোর ফন্দি।
আমি রাজনৈতিক ব্যক্তি নই। আমি শুধু দেখছি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে। একসময় নাসাতে কাজ করতাম। তখন মিশন কন্ট্রোলরুমে বসে দেখেছি কীভাবে লঞ্চ হয়। ফ্লাইট ডিরেকটর কীভাবে প্রতিটি খুঁটিনাটি দেখে বলতেন, “ইটস আ গো”।
এরপর যখন কাউন্টডাউন হতো, তখন গায়ের সব লোম দাঁড়িয়ে যেত, দু’চোখ ভিজে যেত। লঞ্চ হওয়ার পর থেকে আমরা মুহূর্ত গুনতাম প্রথম স্তরের রকেটগুলো না পোড়া পর্যন্ত। ইস সেই রোমাঞ্চকর মুহূর্তগুলো লিখে বোঝানো যায় না।
এরপর একসময় সবাই দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ দুহাত তুলে “ইয়েস” বলে চিৎকার করে উঠতাম ছোট শিশুদের মতো। একটি ছোট ভুলের জন্য মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যেতে পারে এই রকেট এবং তার পেলোড।
১০ মে সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে ছোট শিশুদের মতো উৎসব করার দিন। থমকে থাকুক সারা বাংলাদেশ এই ১৬২ সেকেন্ড। রাস্তায় সব গাড়ি থেমে থাকুক। সব হর্ন বাজুক (হাসপাতালের সামনে নয়)। সব সাইরেন বেজে উঠুক। আজান হোক প্রতিটি মসজিদে যেমন হয় ঝড়ের সময়। তোপধ্বনি হোক ২১বার থেকে এই ১৬২ সেকেন্ড ধরে। ঢোল বাজুক, ভুভুজেলা বাজুক সবার বাড়ির আঙিনায়, ছাদে।
সব স্কুলে জাতীয় সংগীত গাওয়া হোক তারপর শিক্ষার্থীদের বলা হোক কি অসাধারণ ঘটনা ঘটিয়ে ফেলেছে বাংলাদেশ। অকারণেই হাসুক বাংলাদেশের সব মানুষ। মুষ্টিবদ্ধ ৩২ কোটি হাত উঠুক বলার জন্য, “হ্যাঁ আমরাও পারি”।
বাংলাদেশের সব মানুষ জানুক মহাকাশে আজ (১০ মে) বাংলাদেশের লাল-সবুজ পতাকা যাচ্ছে। এই ১৬২ সেকেন্ড হয়ে উঠুক দুনিয়া কাঁপানো ১৬২ সেকেন্ড। এই বিশ্ব জানুক, আমরা আছি।
আমরা যারা প্রযুক্তিবিদ, যারা রাজনীতি বুঝি না, কিন্তু ভালোবাসি বাংলাদেশকে, আমাদের জন্য এক অপার, অসীম সম্ভাবনার দুয়ার খুলে যাবে আজ (১০ মে) থেকে। আমরা এখন আর স্বপ্ন দেখতে ভয় পাব না।
সেদিন আর বেশি দূরে নেই যেদিন মহাকাশে যাবে বাংলা মায়ের দামাল সন্তানদের তৈরি রকেট, স্পেসশিপ। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখুন দুচোখ মেলে আজ (১০ মে) কীভাবে মহাকাশের বুক চিরে বাংলার পতাকা যায় মহাশূন্যে।
অনলাইন সংস্করণ

“মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা"

“মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা"
যার দান করা ৬০০ একর জমির উপর আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েটের মতো দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে। অথচ তাঁর মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোন দোয়ার আয়োজন করা হয়নি। করা হয়নি কোনো স্মৃতিচারণামূলক অনুষ্ঠান। অন্যদিকে তৎকালীন সময়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধীতার কথা কমবেশি সবারই জানা।
রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন-দরবার করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা হয়। সেসময় রবীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন “মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা!” অন্যত্র এক অনুষ্ঠানে এদেশের মানুষকে তীব্রভাবে কটাক্ষ করে রবী ঠাকুর বলেছিলেন “সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালী করে মানুষ করোনি”। অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসবসহ আরো অনেক অায়োজন ধুমধামের সাথে পালন করা হয়।
আর যে বঙ্গসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকার সেই নবাব স্যার সলিমুল্লাহকে আজকের শিক্ষার্থীদের অনেকেই চেনাতো দূরের কথা নামটাও জানেনা। আমরা এতোটা অকৃতজ্ঞ যে বলতেও লজ্জা লাগে!
সংগৃহীত....